সিটিজেন চার্টার |
১। উপজেলা পরিষদের সাথে সমন্ব করিয়া স্থানীয় কৃষি উন্নয়ন কর্মসুচি গ্রহন ও বাস্থবায়ন করিবেন ।
২। অগ্রাধিকারভিত্তিতে উচ্চমূল্য শস্য উৎপাদন ও বহুমুখীকরনসহ বানিজ্যক কৃষি উন্নয়নে স্থানীয় কার্যক্রম
পরিচালনা করিবেন।
৩। স্থানীয় পর্যায়ে কৃষি বিষয়ক তথ্য আহরণ সংরক্ষণ ওবিতরণসহ একটি ডাটা ব্যাংক তৈরী কাজ করিবেন ৪। সার বীজ,সেচসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ, প্রাপ্তি ও বিতরণের কাজে সমন্বয় সাধন করিবেন।
৫। উন্নত কৃষি পদ্ধতির প্রচার্র প্রসারের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করিবেন এবং মডেল কৃষি খামার চালু ও
রক্ষণাবেক্ষণের কাজে সমন্বয় সাধন করিবেন
৬। ভূ-উপরিস্থত পানির সুষ্টু ব্যবহার নিশ্চিতকরণে সেচ ও পানি নিষ্কাশনের জন্য খাল খনন, পূনঃখনন,
আন্তঃইউনিয়ন ও উপজেলা ক্ষুদ্র সেচ প্রকল্প কাজের সমন্ব সাধন করিবেন।
৭। দানাদার ফসল, পাট, ফল ও শাক-সবজিসহ অন্যান্য ফসলের উৎপাদন সম্পর্কিত প্রযুক্তি প্রসারের ব্যবস্থা
নিবেন।
৮। লাগসই কৃষি প্রযুক্তি গ্রহনে কৃষকদের উৎসাহ বৃদ্ধি উদ্ধুদ্ধকরণে স্থানীয়ভাবে কৃষি প্রযুক্তি মেলার আয়োজন
করিবেন
৯। কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ও সম্প্রসারণে সময়োউপযোগী ব্যবস্থা গ্রহন করিবেন।
১০। বৈশ্বিক জলবায়ু পরিবর্তজনিত কারনে কৃষিতে বিরুপ প্রভাব মোকাবেলায় স্থনীয় পযায়ে উদ্যোগ গ্রহন
করিবেন এবং সংশ্লিষ্ট বিভাগ/সংস্থার সাথে সমন্বয় সাধন করিবেন।
১১। মাটির স্বাস্থ্য রক্ষায় পরিবেশ বান্ধব গোবর ও জৈব সার তৈরী ও ব্যবহারে উৎসাহ প্রদান করিবেন।
১২। পরিবেশ সংরক্ষণ উন্ন্য়নে গৃহীত কার্যক্রম বাস্থবায়ন করিবেন।
১৩। উপজেলা পরিষদের অনুমোদনক্রমে জাতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পতিত জমি উদ্ধার ও চাষের
আওতায় আনার ব্যবস্থা নিবেন।
১৪। কৃষি পন্যের ন্যায্য মূল্যে প্রাপ্তিত স্থানীয় পর্যায়ে শস্য ও গুদাম নির্মাণ ও রক্ষনাবেক্ষণ সংক্রান্ত দায়িত্ব
পালনে আন্তঃবিভাগীয় সমন্বয় সাধন করিবেন।
১৫। কৃষক সংগঠন তৈরী ও উন্নয়নে প্রয়োজীয় উদ্যেগ নিবেন ও রক্ষনাবেক্ষণ করিবেন।
১৬। কৃষক সেবা কেন্দ্রসমূহের গতিশীলতা আনায়নও রক্ষনাবেক্ষণের প্রয়োজনীয়তা ব্যবস্থা নিবেন।
১৭। কুষি সম্প্রসারণ অধিদরের প্রকল্প ও কর্মসূচির কার্যক্রম বাস্তবায়নে তাহার উপর অর্পিত দায়িত্ব পালন
করিবেন।
১৮। উপজেলা পর্যায়ে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারনে গবেষণা, সম্প্রসারণ এবং কৃষকদের
সমন্বয় সাধনে কাজ করিবেন ।
১৯। অধীনসহ সম্প্রসারণ কর্মীদের কাজের তদারকী করবেন।
২০। উপজেলা সকল কৃষি বিষয়ক কমিটিতে সার্বিক দায়িত্ব পালন করিবেন।
২১। তাঁহার দপ্তরের মাধ্যমে তথ্য প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার সম্প্রসারণে সার্বিক সমন্বয়কের দায়িত্ব
পালন করিবেন।
২২। সরকার, উপজেলা পরিষদ বা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় প্রদত্ত অন্যান্য দায়িত্ব
পালন করিবেন।
২৩। জেলা ও উপজেলা পর্যায়ে সাপ্তাহিক পাক্ষিক ও মসিক সভায় যোগদান করিবেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS